৯ ডিসেম্বর, ২০১৬ ২০:০২

কিউয়িদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

কিউয়িদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

ভেন্যু বদলালেও খেলার ফলাফলের কোন পরিবর্তন হল না। নিজেদের ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কিউয়িদের ৩-০ তে হোয়াইটওয়াশ করে চ্যাপেল-হ্যাডলি ট্রফি নিজেদের করে নিল অস্ট্রেলিয়া

শুক্রবার সিরিজের শেষ ওয়ানডেতেও জ্বলে উঠলেন ওয়ার্নার৷ তার ১৫৬ রানের সুবাদে শেষ ম্যাচে অস্ট্রেলিয়া জিতল ১১৭ রানে৷ ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ার্নারই হয়ে গেলেন সিরিজের সেরা ক্রিকেটার৷

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া৷ ওয়ার্নার ১২৮ বলে করলেন ১৫৬ রান৷ ওয়ার্নার ছাড়া এদিন সেভাবে কোনও অজি ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি৷ ওয়ার্নারের পর ট্রেভিস হেডই একটু ভালো রান পেয়েছেন৷পঞ্চম উইকেট পার্টনারশিপে হেডের সঙ্গে স্কোরবোর্ডে ১৯৫ রান যোগ করেন ওয়ার্নার৷ হেড করেছেন ৭০ বলে ৩৭৷ নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তোলে ২৬৪৷ কিউয়িদের হয়ে ট্রেন্ট বোল্ট তিন উইকেট নেন৷

জবাবে মাত্র ৩৬.১ ওভারেই ১৪৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড৷দলের দুই ওপেনার মার্টিন গাপটিল (৩৪) ও টম ল্যাথাম (২৮) আউট হয়ে যান দলের ৭৪ রানে৷ এরপর উইলিয়ামসন-ওয়াটলিংয় সমৃদ্ধ ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে৷

অজিদের হয়ে মিচেল স্টার্ক তিন উইকেট নিয়েছেন৷কামিন্স-ফকনার-হেড নিয়েছেন দু’টি করে উইকেট৷


বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-৮

সর্বশেষ খবর