৯ ডিসেম্বর, ২০১৬ ২০:১৫

ব্যাট হাতেই জবাব দিচ্ছে বিজয়-পূজারা

অনলাইন ডেস্ক

ব্যাট হাতেই জবাব দিচ্ছে বিজয়-পূজারা

ভারত-ইংল্যান্ডের চলমান টেস্ট সিরিজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করছে বিরাট কোহলিরা৷ ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করে ৪০০ রান৷ এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুক্রবার ২য় দিন শেষে এক উইকেট হারিয়ে ১৪৬ রান করেছে ভারতীয় দল৷ এখনও ২৫৪ রানে পিছিয়ে রয়েছে তারা৷ শনিবার ইংল্যান্ডদের প্রথম ইনিংস টপকানো রীতিমতো চ্যালেঞ্জ এখন বিরাটদের জন্য৷ 

মুরলী বিজয় ৭০ ও চেতেশ্বর পূজারা ৪৭ রানে অপরাজিত রয়েছেন৷ বিরাটদের হাতে রয়েছে ন’উইকেট৷ এদিন ভারতীয় ইনিংসে লোকেশ রাহুল ২৪ রান করে আউট হয়েছেন৷ ১৬৯ বল খেলে ধৈর্যশীল ইনিংস উপহার দেন বিজয়৷ মারেন ছ’টি চার ও দুটো ছক্কা৷ অন্যদিকে ১০২ বল খেলে ৪৭ রান করেন পূজারা৷ শনিবার বিজয় ও পূজারা যথাক্রমে শতরান ও অর্ধ-শতরান করার জন্য তৈরি৷ যদিও তারা লক্ষ্যপূরণ করতে পারবেন কি না তা সময়ই বলবে৷

এদিন সকালে ৪০০ রানে থামে কুকেদের প্রথম ইনিংস৷ জোস বাটলার আর জেক বলের নবম উইকেটের পার্টনারশিপের সৌজন্যে বড় রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড৷ চলতি সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ইংল্যান্ডের রান ছিল ৮ উইকেটে ৩৮৫৷ বিরতির পর ৪০০ রানে অল-আউট হয়ে গেল ইংল্যান্ড ৷ অশ্বিন ৬ টি এবং জাদেজা ৪ টি উইকেট পেয়েছেন৷ বল করেছেন ৩১ ও বাটালেরর সংগ্রহে ৭৬৷


বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-৯

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর