১০ ডিসেম্বর, ২০১৬ ১২:২৫

আমরা ফুটবলারদের মেরে ফেলতে যাচ্ছি : গার্দিওলা

অনলাইন ডেস্ক

আমরা ফুটবলারদের মেরে ফেলতে যাচ্ছি : গার্দিওলা

২০১৮ সালের বিশ্বকাপে ৪৮টি দল খেলবে বলে ঘোষণা দিয়েছে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা। তবে সংস্থাটির এ সিদ্ধান্তে খুশি হতে পারেননি ম্যানচেষ্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তার মতে, এত বেশি ম্যাচ খেলতে গিয়ে ফুটবলাররা মরে যাবে!

শনিবার একটি সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, 'বিশ্বব্যাপী এ খেলা হবে। তারা (ফিফা) ৪৮ দলের বিশ্বকাপের কথা বলছে। আমরা খেলোয়াড়দের মেরে ফেলতে যাচ্ছি। আমরা কোয়ালিটি খুঁজতে গিয়ে কোয়ানটিটি হারিয়ে ফেলছি। এত বেশি ম্যাচ খেলতে গিয়ে খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম নিতে পারবে না। তাদের অনেক বেশি চাপে থাকতে হবে। প্রতিযোগিতা অনেক তীব্র হবে। যত বেশি ম্যাচ হবে, উত্তেজনা ততই বেড়ে যাবে। ফিফা সিদ্ধান্ত নেবে, আমরা তা মেনে নেব। তারা সবকিছুতে অনেক বেশি বেশি বেশি চাচ্ছে। গুণগত মানেও তার নেতিবাচক প্রভাব পড়ছে।' সূত্র : ইএসপিএন


বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর