১৬ জানুয়ারি, ২০১৭ ০৬:১০

এবার ভারত সফরে ৪ স্পিনার অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক

এবার ভারত সফরে ৪ স্পিনার অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং আগের দিনই জানিয়েছিলেন, ভারত সফরে সফল হতে স্পিনারদের কাজে লাগাতে হবে। রবিবার ভারত সফরের জন্য অস্ট্রেলিয়া দল বেছে নেওয়ার সময় সেই বিষয়টিকেই গুরুত্ব দিলেন দেশটির নির্বাচকরা। চার–চারটি স্পিনার নিয়ে ভারতে আসতে যাচ্ছে অসি-বাহিনী। ক্যাঙারুদের প্রধান স্পিন–অস্ত্র নাথান লিয়ঁর সঙ্গে অ্যাশটন আগার এবং স্টিভ ও’‌কিফ তো আগেই ছিলেন। এবার দলে প্রথমবারের জন্য ডাক পেলেন লেগ–স্পিনার মিচেল সোয়েপসন। সেই সঙ্গেই দু'বছর পর টেস্ট দলে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল। স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দলে ৬ ব্যাটসম্যান, চার স্পিনার, তিন পেসার এবং দু’‌জন করে অলরাউন্ডার ও উইকেটকিপার সুযোগ পেয়েছেন। 

প্রসঙ্গত, ২০০৪–এর পর থেকে ভারতে টেস্ট জেতেনি অস্ট্রেলিয়া। তাই ১৩ বছরের খরা কাটাতে এবার মরিয়া তারা। অন্তর্বর্তী জাতীয় নির্বাচক ট্রেভর হন্স এদিন বললেন, ‘‌জানি না কোন মাঠে কী ধরনের পিচ আমাদের দেওয়া হবে। তাই আমরা সব ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখেই এই দল নির্বাচন করেছি।’‌ পাশাপাশি তার ব্যাখ্যা, ‘ভারতে সাফল্য পাওয়া খুব কঠিন আমরা জানি। সব দলই কমবেশি মানিয়ে নিতে সময় নেয়। কিন্তু এবার আমরা বেশি করে তরুণদের সুযোগ দিতে চেয়েছি, যাতে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে এবং ভবিষ্যতের জন্য তৈরি হয়।’‌ সূত্র: আজকাল।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর