১৭ জানুয়ারি, ২০১৭ ০৩:১১

'বিশ্বের সবথেকে বড়' ক্রিকেট মাঠ তৈরি হচ্ছে আহমেদাবাদে

অনলাইন ডেস্ক

'বিশ্বের সবথেকে বড়' ক্রিকেট মাঠ তৈরি হচ্ছে আহমেদাবাদে

সংগৃহীত ছবি

এখনও পর্যন্ত 'বিশ্বের সব থেকে বড় ক্রিকেট মাঠ' হল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (১ লাখ দর্শক একসঙ্গে এই মাঠে খেলা দেখতে পারেন)। তবে এই খ্যাতি আগামী দুবছরের মধ্যে ব্যাগি গ্রিনদের কাছ থেকে ছিনিয়ে নিতে যাচ্ছে ভারত। দেশটির আহমেদাবাদের মোতেরাতে তৈরি হবে বিশ্বের সব থেকে বড় ক্রিকেট মাঠ। 

১ লাখ ১০ হাজার দর্শকের স্থান নিয়ে দুবছরের মধ্যেই বিশ্বের দরবারে হাজির হতে যাচ্ছে আহমেদাবাদের এই ক্রিকেট গ্রাউন্ড। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগেই তৈরি হবে এই ক্রিকেট মাঠ। এর বাজেট রাখা হয়েছে ৭০০ কোটি।   
 
২০১৪ সাল পর্যন্ত গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী তথা গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটে জিতে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ওই পদ ছেড়ে দেন। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে আসেন বিজেপি সভাপতি অমিত শাহ্‌। মূলত তাঁরই তত্ত্বাবধানে বিশ্বের সব থেকে বড় ক্রিকেট মাঠ তৈরি করতে যাচ্ছে ভারতের আহমেদাবাদ।


বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর