১৭ জানুয়ারি, ২০১৭ ০৮:৪৫

শচীনকে ছোঁয়া অসম্ভব :‌ কোহলি

অনলাইন ডেস্ক

শচীনকে ছোঁয়া অসম্ভব :‌ কোহলি

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ভারত। সেই জয়ের কাণ্ডারী দলের অধিনায়ক বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে বিপক্ষের রান তাড়া করে ১৭টি সেঞ্চুরি হয়ে গেল তার। ছুঁয়ে ফেললেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারকে। কোহলির এই ১৭টি সেঞ্চুরি করা ম্যাচে ১৫টিতেই জিতেছে ভারত, যা বিশ্বরেকর্ড। এক্ষেত্রেও তিনি পেছনে ফেলে দিয়েছেন শচীনকে। 

যেভাবে তারকা থেকে মহাতারকা হওয়ার পথে পা বাড়িয়েছেন দিল্লির লাডলা, প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, ভবিষ্যতে কি শচীনের যাবতীয় রেকর্ড ভেঙে চুরমার করে দেবেন বিরাট কোহলি?‌ যেভাবে এগোচ্ছেন, তাতে এই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। কিন্তু তিনি কী ভাবছেন?‌ 

কোহলি বলেছেন, তা যথেষ্ট চিত্তাকর্ষক এবং আকর্ষণীয়। বিসিসিআই টিভিতে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেনের প্রশ্নের জবাবে কোহলি জানান, তাঁর আইডলের সঙ্গে কোনো তুলনা একেবারেই নাপসন্দ। ‘‌এত দীর্ঘ সময় ধরে (‌২৪ বছর)‌ হয়ত খেলতে পারব না। ২০০টি টেস্ট, ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি। অবিশ্বাস্য কয়েকটা সংখ্যা। সেগুলো ছোঁয়া অসম্ভব। তবে হ্যাঁ, অন্যদের থেকে একটা পার্থক্য তৈরি করতে চাই এবং খেলাটা যখন ছাড়ব, তখন যেন অন্যরকম একটা ছাপ রেখে যেতে পারি।’‌

বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর