১৮ জানুয়ারি, ২০১৭ ০৪:৫৩

র‍্যাংকিংয়ে নিজেদের ছন্দপতনের আশঙ্কায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক

র‍্যাংকিংয়ে নিজেদের ছন্দপতনের আশঙ্কায় বাংলাদেশ

ফাইল ছবি

গত প্রায় দেড় বছর ধরেই আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে নিজেদের সপ্তম অবস্থানটা ধরে রেখেছেন মাশরাফি-সাকিবরা। কিন্তু নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের ক্রিকেটে হোয়াইট ওয়াশ হয় টাইগাররা। দলের এই ব্যর্থতার ফলে বাংলাদেশের সপ্তম অবস্থানটা এখন বেশ নড়বড়ে হয়ে গেছে।  

আইসিসির এই র‍্যাংকিংয়ে বাংলাদেশের পরেই আছে পাকিস্তারের অবস্থান। গত বেশ কিছুদিন ধরে পাকিস্তানও ওয়ানডে ম্যাচগুলোতে বেশ ভালো পারফর্ম করছে। চলমান অস্ট্রেলিয়া সফরে একটি ম্যাচে জয়লাভ করে তারা। যার ফলে তাদের রেটিং পয়েন্টও বেড়ে গেছে। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট যেখানে ৯১, সেখানে পাকিস্তানের পয়েন্ট ৯০।

আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। এই ম্যাচ জিতলেই পাকিস্তানের রেটিং পয়েন্ট হয়ে যাবে ৯২। আর এমনটি হলে বাংলাদেশকে টপকে তারা উঠে যাবে র‍্যাংকিংয়ে সপ্তম স্থানে।  

উল্লেখ্য এই ওয়ানডে র‍্যাংকিং এখন বেশ আলোচনার বিষয়। তার কারণ এ বছর ৩০ সেপ্টেম্বর তারিখে র‍্যাংকিংয়ের আটে থাকা দলগুলোই ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

 

বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭

সর্বশেষ খবর