১৮ জানুয়ারি, ২০১৭ ১৭:৪২

সন্ত্রাসী তালিকায় মিশরের সাবেক ফুটবল তারকা

অনলাইন ডেস্ক

সন্ত্রাসী তালিকায় মিশরের সাবেক ফুটবল তারকা

ফাইল ছবি

মিশরের সাবেক ফুটবল তারকা মোহাম্মদ আবুতরিকার নাম কর্তৃপক্ষের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে সে দেশের একটি আদালত। সোমবার তার আইনজীবী বিষয়টি জানিয়েছেন। 

নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডকে আর্থিক সহায়তা দেয়ার অপরাধে তাকে ওই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।

খেলোয়াড়ি জীবন থেকে অবসর গ্রহণের পর ২০১৫ সালে সরকারের একটি কমিটি জাতীয় দল এবং কায়রো ভিত্তিক ক্লাব আল আহলের এই তারকা ফুটবলারের সম্পদ জব্দ করে। মুসলিম ব্রাদারহুডকে আর্থিকভাবে সহায়তা করার জন্য সরকার তাকে অভিযুক্ত করে। কারণ ২০১৩ সালে মিশরের ওই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছিল সরকার। 

২০১৫ সালে মিশরের প্রেসিডেন্ট আবদেল আল সিসির সরকার কর্তৃক প্রণীত সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী যে ব্যক্তি ওই তালিকার অন্তর্ভুক্ত হবেন, তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার পাশাপাশি তার পাসপোর্ট ও সম্পদ জব্দ করার বিধান রয়েছে। 

খেলোয়াড়ি জীবনে আবুতরিকা ছিলেন আফ্রিকান ফুটবলের সবচেয়ে সফলতম একজন ফুটবল তারকা। ২০১২ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসির পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালিয়েছিলেন। 

বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর