১৯ জানুয়ারি, ২০১৭ ২২:৪৯

পাকিস্তান হারায় লাভ হয়েছে বাংলাদেশের!

অনলাইন ডেস্ক

পাকিস্তান হারায় লাভ হয়েছে বাংলাদেশের!

বৃহস্পতিবারের অস্ট্রেলিয়া-পাকিস্তান খেলার ছবি

বৃহস্পতিবারের খেলায় অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হারায় সবচেয়ে বেশি লাভ হয়েছে বাংলাদেশের। কারণ পাকিস্তান জিতে গেলে বাংলাদেশ নেমে যেত আট নম্বরে। তবে এখন রেটিং পয়েন্টে বাংলাদেশের চেয়ে ১ পয়েন্ট পিছিয়েই থাকল পাকিস্তান। এতে করে ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ থাকছে বাংলাদেশের।

আজকের খেলায় টসে হেরে ব্যাটিং করতে নেমে বাবর আজমের ৮৪ রানের উপর ভর করে ২৬৩ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে স্টিভেন স্মিথের অপরাজিত ১০৮ ও পিটার হ্যান্ডসকম্বের ৮২ রানের ইনিংসে লক্ষ্যটি অনেক সহজ হয়ে যায় অস্ট্রেলিয়ার। ফলে পাঁচ ওভার ও সাত উইকেট হাতে রেখেই জয় পায় স্বাগতিকরা।
 
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যারা র‌্যাংকিংয়ে শীর্ষে থাকবে তারাই সরাসরি খেলবে। ১৪ দলের বিশ্বকাপ থেকে চার দল কমিয়ে আনা হবে। আয়োজন করা হবে ১০ দলের বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ড ছাড়া র‌্যাংকিংয়ে শীর্ষ সাতটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি দুটি দল নির্ধারণ করা হবে বাছাইপর্ব থেকে।

বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৭/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর