২৩ জানুয়ারি, ২০১৭ ১০:০৭

ক্যাচ মিসের পর বাজে ব্যাটিংয়ে ডুবলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ক্যাচ মিসের পর বাজে ব্যাটিংয়ে ডুবলো বাংলাদেশ

সকাল সকাল কিউই ব্যাটিংয়ের লেজ মুড়িয়ে দিয়ে ছোটখাট একটা লিড নেওয়ার যে স্বপ্ন দেখছিল টিম বাংলাদেশসহ দেশবাসী। তা হতে দিল অাবারও ক্যাচ ফেলার ব্যর্থতায়। দ্বিতীয় দিনের পর চতুর্থ দিনের তৃতীয় ওভারেই ক্যাচ ড্রপ। কামরুল ইমলাম রাব্বির বলে দ্বিতীয় স্লিপে সাউদির লোপ্পা ক্যাচ ফেলে দিলেন মেহেদী হাসান মিরাজ।

তবে এখানেই শেষ নয়, এবার বোলার তাসকিন। ওয়েগনারের ব্যাটের বাইরের অংশ ছুঁয়ে যাওয়া ক্যাচ ধরেও ফেলে দিলেন অভিষিক্ত ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। যে ম্যাচে বাংলাদেশের লিড পাওয়ার কথা সেই ম্যাচে উল্টো ৬৫ রানের লিড উপহার দিল সফরকারীরা।

ক্যাচ মিসের পর যদি ব্যাটিংটা ভালো হতো তাহলে হয়তো এইসব প্রশ্ন উঠতো না। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ যেন উইকেট বিলিয়ে দিয়ে আসার প্রচেষ্টায় নামলেন। চাইলেন কে কার আগে আউট হওয়া যায়। তাই তো নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়ে একে একে ফিরে গেলেন তামিম ইকবাল (০৮), সাকিব আল হাসান (০৮), সাব্বির রহমান (০০), নুরুল হাসান সোহান (০০) ও নাজমুল হাসান শান্ত (১২)। কেবল রানে ফেরা সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদকে একটু প্রতিরোধ করতে দেখা গেছে। তবে তারা কি পেরেছেন নিজের সামর্থ্যের সর্বোচ্চ ঢেলে দিতে। তাই দেড় দিন খেলা বন্ধ থাকার পরও এক দিন হাতে রেখেই জয় তুলে নিল নিউজিল্যান্ড।

অথচ ব্যাটসম্যানরা রান না পেলেও ৯ ও ১০ নম্বরে নেমে তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি এখনও দাবি করতেই পারেন তারা আগে নামলে ম্যাচটি ব্যাংলাদেশ চতুর্থ দিনেই হারতো না! সেকথা তাদের ব্যাটও বলছে। ১১৫ রানে আট উইকেট পড়ার পর দু'জনে মিলে জুটি গড়েন ৫১ রানের। ২ ছক্কা ও এক চারে ৩০ বলে ৩৩ রানে তাসকিন ফিরলেও ২৯ বলে এক ছক্কায় ও ৩ চারে ২৫ রানে অপরাজিত থাকেন রাব্বি।

তারপরও বলতে হয়, একাবারে খারাপ যায়নি বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তো দূরের কথা ফাইটিং করাও সহজ কথা নয়। কিছু আগে পাকিস্তানের কথাই ধরুন, যে দলটি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিল তারাও কিউইদের কাছে ধবল ধোলাই হলো। এমনকি বাংলাদেশের তো কয়েক বার জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল তারা সেটাও করতে পারেনি।

বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর