২৪ জানুয়ারি, ২০১৭ ১২:৪০

অধিনায়ক হয়েই দলে ফিরলেন ডি ভিলিয়ার্স

অনলাইন ডেস্ক

অধিনায়ক হয়েই দলে ফিরলেন ডি ভিলিয়ার্স

পোর্ট এলিজাবেথে শ্রীলংকার বিপক্ষে শনিবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে পুনরায় দলে ফিরেছেন তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কনুইয়ের ইনজুরির কারণে ছয় মাস মাঠের বাইরে ছিলেন তিনি। 

ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে এতদিন দলের নেতৃত্বে ছিলেন ফাফ ডু প্লেসিস। গত বছর অক্টোবরে ডু প্লেসিসের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে জয়ী হয় প্রোটিয়ারা। তবে ইতোমধ্যেই ডু প্লেসিসকে দীর্ঘ সময়ের জন্য টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। 

বুধবার শ্রীলংকার বিপক্ষে কেপ টাউনে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি২০তে দলে ফিরেছেন ডি ভিলিয়ার্স। এর মাধ্যমে গত বছর জুনের পরে প্রথমবারের মত আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করলেন ডি ভিলিয়ার্স। 

এছাড়াও দীর্ঘদিন ইনজুরির কারণে বাইরে থাকার পরে আবারো দলে ফিরেছেন অল রাউন্ডার ক্রিস মরিস। প্রথম দুই টি২০তে ৬ উইকেট নেয়ায় একমাত্র নতুন মুখ হিসেবে দলভূক্ত হয়েছেন ফাস্ট বোলার লানগি এনগিদি। এদিকে ইনজুরির কারণে বিবেচনায় আসেননি ফাস্ট বোলার ডেল স্টেইন ও মর্নে মরকেল। কাঁধের ইনজুরির কারণে স্টেইন ও পিঠের ইনজুরির কারণে মরকেল দলের বাইরে রয়েছেন।

প্রথম তিনটি ওয়ানডের জন্য দক্ষিণ আফ্রিকা দল : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহার্দিন, কুইনটন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পারনেল, লানগি এনগিদি, আরডিলে ফেহালকোয়ারো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি।

বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর