২৫ জানুয়ারি, ২০১৭ ০১:২১

আগামী বছরেই মাঠে ভারত-পাকিস্তান লড়াই!

অনলাইন ডেস্ক

আগামী বছরেই মাঠে ভারত-পাকিস্তান লড়াই!

সংগৃহীত ছবি

আগামী বছর স্বাধীনতার ৭০তম বার্ষিকী পালন করবে ভারত ও পাকিস্তান। সে উপলক্ষে আগামী বছরই ক্রিকেট বিশ্ব আবার মাঠে দেখতে পাবে এই দুই দলের ব্যাটে-বলের লড়াই। এমন কিছুরই আভাস দিচ্ছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা এ উপলক্ষে ‘ইনডিপেন্ডেন্স কাপ’ নামে একটি চার জাতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই টুর্নামেন্টের চারত-পাকিস্তান ছাড়াও বাকি দল দুটি হল স্বাগতিক শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা জানিয়েছেন, এই টুর্নামেন্টের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড সবুজ সংকেত দিয়েছে, বিসিসিআই জানিয়ে দিয়েছে এই টুর্নামেন্টে তাদের পাকিস্তানের সঙ্গে খেলতে আপত্তি নেই। এই টুর্নামেন্টের তারিখ নিয়ে আগামী মাসে দুবাইয়ে আইসিসির সঙ্গে আলোচনা করা হবে।

উল্লেখ্য ২০১৬ সালের মার্চের কলকাতার ইডেন গার্ডেনসে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এরপর কাশ্মীর ইস্যুতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হলে ভারত পাকিস্তানের সঙ্গে না খেলার সিদ্ধান্ত নেয়।

 

বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৩

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর