১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:০১

নারী ক্রিকেটারের ২৬ ঘণ্টা ব্যাটিং করে বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক

নারী ক্রিকেটারের ২৬ ঘণ্টা ব্যাটিং করে বিশ্বরেকর্ড

সংগৃহীত ছবি

রুয়ান্ডার নারী ক্রিকেটার ক্যাথিয়া উওয়ামাহোরো ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো নারী ক্রিকেটার টানা ২৬ ঘণ্টা নেটে ব্যাটিং করেছেন। আর তারই ফল স্বরুপ তিনি পেলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি।

রুয়ান্ডার রেমেরার আমাহোরো স্টেডিয়ামে নেটে বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি নেটে ব্যাটিং শুরু করেন। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত তিনি ব্যাটিং চালিয়ে যান। তাতে নেটে ২৬ ঘণ্টা ব্যাটিং করার রেকর্ড হয়। রেকর্ড গড়ার পর ক্যাথিয়া বলেন, ‘শুরুতে আমি বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলাম। কিন্তু আস্তে আস্তে আমি দুর্বল হয়ে পড়ি। তবে আমার চারপাশে অনেক লোক ছিল। তারা আমায় সমর্থন ও উৎসাহিত করছিল। তাদের উৎসাহ আর সমর্থন আমাকে শক্তি জোগাচ্ছিল। সে কারণেই শেষ পর্যন্ত আমি ব্যাটিং চালিয়ে যেতে পেরেছি।’


বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর