১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৫২

বিরাটকে বদলে দিয়েছে আত্মজীবনী ‘‌যোগী’‌

অনলাইন ডেস্ক

বিরাটকে বদলে দিয়েছে আত্মজীবনী ‘‌যোগী’‌

সংগৃহীত ছবি

 

বিরাট কোহলি ব্যাট করতে নামলেই শতরান যেন বাঁধা ধরা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। গত এক বছর ধরেই স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতের এই অধিনায়ক। এই কোহলিই কিন্তু অতীতে ছিলেন একজন ‘‌অ্যাংরি ইয়ংম্যান’‌। হঠাৎ মাথা গরম করে ফেলে বাজে শট খেলে আউট হতেন। 

তবে অতীতের সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করে এনেছেন কোহলি। নিয়মিত যোগ চর্চাই তার এই সাফল্যের কারণ হিসেবে উঠে আসছে। বিখ্যাত যোগগুরু পদ্মশ্রী যোগানন্দর আত্মজীবনী ‘‌যোগী’‌ পড়েতেন বিরাট। এরপরেই শুরু করেন যোগচর্চা। এই বইটি ক্রিকেটার বিরাটকে আরও সমৃদ্ধ করেছে। 

কোহলি জানান, ‘‌এই বইটা পড়তে ভালবাসি। যারা সাহসী, জীবনে চ্যালেঞ্জ নিতে চায়, তাদের অনুপ্রাণিত করবে এই বই। ‘‌যোগী’‌ পড়ে যে জ্ঞান আমি অর্জন করেছি, তা আমার জীবনই বদলে দিয়েছে।’‌ 
মুম্বাইয়ের এক ক্রীড়া অনুষ্ঠানে কোহলি বলেন, ‘‌জীবনে কোনও কিছু অর্জন করতে হলে স্বপ্ন দেখা চাই। স্বপ্ন নিয়ে বাঁচতে হবে। তবেই জীবনের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে।’‌ ‌‌

 

বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর