১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৪২

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হচ্ছেন দুই পাকিস্তানি ক্রিকেটার

অনলাইন ডেস্ক

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হচ্ছেন দুই পাকিস্তানি ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে দুই ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে পিসিবি। এর ফলে দুর্নীতি বিরোধী আইনের আওয়াতায় দীর্ঘমেয়াদে নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছেন এই দুই পাকিস্তানি ক্রিকেটার।

পিসিবির আইন উপদেষ্টা তফাজ্জল রিজভী সংবাদমাধ্যমকে বলেছেন, "তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। অভিযোগের বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য তাদের দুজনকে আইনজীবি নিয়োগের ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। "
তিনি আরও বলেন, "তাদের অপরাধ আইসিসির দুর্নীতিবিরোধী আইনের ২.১.১, ২.১.২, ২.১.৩ এবং ২.৪.৪ ধারা লংঘন করেছে। এছাড়া খালিদ লতিফের বিরুদ্ধে ২.১.৪ ধারাতে অভিযোগ আনা হয়েছে। তাদের দুজনের জবাব পাওয়ার ওপর এখন পরবর্তী আইনী প্রক্রিয়া স্থির করা হবে। তারা যদি আইনজীবি নিয়োগ করে তবে আনুষ্ঠানিক শুনানি হবে। "

 


বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর