২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:৪৯

অস্ট্রেলিয়াকে ২৬০ রানে গুটিয়ে দিল ভারত

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়াকে ২৬০ রানে গুটিয়ে দিল ভারত

ভারতের বোলিং তোপে দাঁড়াতেই পারলো ভারত। প্রথম দিনেই অলআউট হওয়ার শঙ্কা তৈরি হলেও স্টার্ক-হ্যাজেলউডের দশম উইকেট জুটিতে তা এড়ায় অস্ট্রেলিয়া। আজ শুক্রবার দ্বিতীয় দিনের প্রথম ওভারেই আউট হয়ে গেছেন দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখানো মিচেল স্টার্ক। দু’জনের ৫৫ রানের পার্টনারশিপের কল্যাণে প্রথম ইনিংসে অজিদের সংগ্রহ দাঁড়িয়েছে ২৬০। জবাবে ইতোমধ্যেই ব্যাটিংয়ে নেমেছে ভারত।

বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। ৮২ রানের ওপেনিং জুটিতে ভালো শুরু এনে দেন ডেভিড ওয়ার্নার (৩৮) ও ম্যাট রেনশ (৬৮)। ভারতের মাটিতে সবচেয়ে কম বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে পঞ্চাশোর্ধ ইনিংস খেলার রেকর্ড গড়েন বিশ বছর বয়সী রেনশ।

ওয়ার্নারের বিদায়ের পরেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রেনশ। অজিরাও যেন খেই হারিয়ে ফেলে! নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় স্কোরের লক্ষ্য থেকে ছিটকে যায় তারা। স্মিথ ২৭, শন মার্শ ১৬, পিটার হ্যান্ডসকম্ব ২২, মিচেল মার্শ ৪, ম্যাথু ওয়েড ৮ রান করে আউট হন। ২০৫ রানে ৯ উইকেট হারানোর পর হ্যাজেলউডকে নিয়ে দলকে টেনে তোলেন স্টার্ক।

একাই চারটি উইকেট দখল করেন পেসার উমেশ যাদব। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন তিনটি ও রবিন্দ্র জাদেজা নেন দু’টি। বাকি উইকেটটি আরেক স্পিনার জয়ন্ত যাদবের।

বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর