২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৩৪

সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নামছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক

সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নামছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

ফাইল ছবি

সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে তৃতীয় ম্যাচে মাঠে নামবে সফরকারী দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথমটিতে সফরকারীরা এবং দ্বিতীয়টিতে নিউজিল্যান্ড জয় পাওয়ায় পাঁচ ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। তাই তৃতীয় ওয়ানডে জিতে সিরিজে লিড নেয়ার লক্ষ্যে শনিবার ওয়েলিংটনে মুখোমুখি হবে দু’দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। 

প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় লাভ করে সিরিজে শুভ সূচনা করেছিল সফরকারী প্রোটিয়ারা। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় নিউজিল্যান্ড। 
রস টেইলরের অপরাজিত সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ রানে জয় পায় ব্লাক-ক্যাপসরা। ১১০ বলে অপরাজিত ১০২ রান করেন টেইলর। 

নিউজিল্যান্ড স্কোয়াড (সম্ভাব্য) : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, নিল ব্রুম, ডিন ব্রাউনলি, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, লুক রঞ্চি (উইকেটরক্ষক), জেমস নিশাম, মিচেল স্যান্টার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেইলর।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড (সম্ভাব্য) : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ফাফ ডু-প্লেসিস, হাশিম আমলা, ফারহান বেহারদিয়ান, কুইন্ট ডি কক (উইকেটরক্ষক), জিন পল ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পার্নেল, ডেন পিটারসন, আন্দিল ফেলুকুয়াইও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসি। 

বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর