২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:৪০

পুনে টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

পুনে টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

সংগৃহীত ছবি

ভারতের মাটিতে বরাবরই নিজেদের পছন্দমত উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে আসছে স্বাগতিকরা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিনবান্ধব উইকেট বানিয়ে তাদের জন্য হিতে বিপরীত হয়ে গেছে। নিজেদের পাতানো ফাঁদে নিজেরাই এখন ধরাসায়ী স্বাগতিক টিম ইন্ডিয়া। অজি স্পিনারদের দুর্দান্ত পারফর্মে দ্বিতীয় দিন শেষে ২৯৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ২৬০ রান করতে সক্ষম হয়। কিন্তু অজিদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় বিরাট কোহলির ভারত। ১৫৫ রানে এগিয়ে সফরকারী অজিরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৪৩ রান। যার ফলে অজিদের লিড এখন ২৯৮ রান।

বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। ৮২ রানের ওপেনিং জুটিতে ভালো শুরু এনে দেন ডেভিড ওয়ার্নার (৩৮) ও ম্যাট রেনশ (৬৮)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। স্মিথ ২৭, শন মার্শ ১৬, পিটার হ্যান্ডসকম্ব ২২, মিচেল মার্শ ৪, ম্যাথু ওয়েড ৮ রান করে আউট হন। ২০৫ রানে ৯ উইকেট হারানোর পর স্টার্ক-হ্যাজেলউডের দশম উইকেট জুটিতে ৫৫ রানের পার্টনারশিপের কল্যাণে প্রথম ইনিংসে অজিদের সংগ্রহ দাঁড়ায় ২৬০। 

ভারতের পক্ষে একাই চারটি উইকেট দখল করেন পেসার উমেশ যাদব। টেস্টের দুই শীর্ষ বোলার রবিচন্দ্রন অশ্বিন তিনটি ও রবিন্দ্র জাদেজা নেন দু’টি। বাকি উইকেটটি আরেক স্পিনার জয়ন্ত যাদবের।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ভারত। ৪০.১ ওভারে তোলে মাত্র ১০৫ রান। ওপেনার মুরালি বিজয় ১০ রানে সাজঘরে ফেরেন। তবে আরেক ওপেনার লোকেশ রাহুল করেন ৬৪ রান। তিন নম্বরে নামা চেতশ্বর পুজারা ৬ রানে বিদায় নেন। চার নম্বরে ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি। প্রায় আড়াই বছর পর শূন্য রানে বিদায় করেন অস্ট্রেলিয়ান ‘গতিদানব’ মিচেল স্টার্ক। আজিঙ্কা রাহানে করেন ১৩ রান। এছাড়া, অশ্বিনের ব্যাট থেকে আসে ১ রান। রিদ্ধিমান সাহা ০, রবীন্দ্র জাদেজা ২, জয়ন্ত যাদব ২, উমেস যাদব ৪, ইশান্ত শর্মা ১ রান করেন।

অজিদের চার বোলার বল করেন। পেসার মিচেল স্টার্ক দুটি উইকেট নেন। একটি উইকেট নেন আরেক পেসার জস হ্যাজেলউড। ছয়টি উইকেট তুলে নেন স্পিনার স্টিভ ও’কেফি। আর একটি উইকেট দখল করেন আরেক স্পিনার নাথান লিয়ন।

১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০ রানে ফেরেন ডেভিড ওয়ার্নার। আরেক ওপেনার শন মার্শের ব্যাট থেকে কোনো রান আসেনি। দলীয় ২৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় অজিরা। ৬১ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন চার নম্বরে নামা পিটার হ্যান্ডসকম্ব (১৯)। তিন ব্যাটসম্যানকেই ফেরান অশ্বিন।

এরপর জুটি গড়েন দলপতি স্টিভেন স্মিথ এবং ম্যাট রেনশ। চতুর্থ উইকেট জুটিতে ৫২ রান যোগ করেন তারা। দলীয় ১১৩ রানের মাথায় রেনশ ব্যক্তিগত ৩১ রানে জয়ন্ত যাদবের বলে ইশান্ত শর্মার তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন।

তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন ৫৯ রানে অপরাজিত থাকা অজি দলপতি স্মিথ। তাকে শেষ বেলায় সঙ্গ দিয়ে ২১ রানে অপরাজিত থাকেন মিচেল মার্শ।


 
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর