২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:০৪

৪৪১ রানের টার্গেটে ব্যাটিংয়ে ভারত

অনলাইন ডেস্ক

৪৪১ রানের টার্গেটে ব্যাটিংয়ে ভারত

পুনে টেস্টে ভারতকে ৪৪১ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক স্মিথের অপরাজিত ১০৯ রানে ওপর ভিত্তি করে ২৮৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। আগের ইনিংসে অস্ট্রেলিয়া ১৫৫ রানে এগিয়ে থাকায় ভারতের টার্গেট দাঁড়ায় ৪৪১। 

এটি অস্ট্রেলিয়ান অধিনায়ক ক্যারিয়ারের ১৮তম টেস্ট সেঞ্চুরি। আর ভারতের মাটিতে প্রথম। কিন্তু শুধু এ কারণে নয়, এ সেঞ্চুরিটাকে স্মিথ হয়তো আলাদা করে রাখবেন অন্য একটা কারণেও। যে উইকেটে প্রথম দিনের প্রথম ওভার থেকে বল বিশাল বাঁক নিচ্ছে, যেখানে ব্যাট করা কঠিন ঠেকছে স্বাগতিক ভারতের ব্যাটসম্যানদের কাছেও, সেখানেই কী দারুণ খেলেছেন স্মিথ।

৫৯ রানে অপরাজিত থেকে দিন শুরু করেছিলেন স্মিথ। গতকাল ২৩, ২৯ ও ৩৭ রানে তিনবার জীবন পান তিনি। আজ সকাল থেকে অবশ্য বেশ স্বচ্ছন্দে খেলছিলেন স্মিথ। ভারতের বিপক্ষে এটি তার টানা পঞ্চম সেঞ্চুরি। ৩১ রানের দুটি ইনিংস এসেছে ম্যাট রেনশ ও মিচেল মার্শের ব্যাট থেকে। ৩০ রান করেছেন মিচেল স্টার্ক। ভারতের পক্ষে চারটি উইকেট নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন।

 

বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৭/তাফসির/ফারজানা

সর্বশেষ খবর