২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:০৬

'হতাশ হওয়ার কিছু নেই'

অনলাইন ডেস্ক

'হতাশ হওয়ার কিছু নেই'

পুণে টেস্টে ৩৩৩ রানে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে ভারত। কোহলি বাহিনী এই অপ্রত্যাশিত হারে দারুণ মুষড়ে পড়েছে। গতকাল শনিবার ভারতের এই অধিনায়ক জানান, ‘‌বিগত দুই বছরে এত খারাপ ব্যাটিং আমরা করিনি।’‌ দলের এমন ব্যাটিং ব্যার্থতায় হতাশা গ্রাস করেছে শিবিরে। 

এমন সময় দলকে চাঙ্গা করার দায়িত্বটা নিলেন শচীন টেন্ডুলকার। তিনি রবিবার ভারতীয় দলের উদ্দেশ্যে বলছেন, ‘‌আমরা সিরিজ হারিনি। একটা হারের মানে এই নয় যে আমরা সিরিজে ফিরে আসতে পারব না। ভারতীয় দল গত কয়েক বছরে দেশে এবং বিদেশে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছে। এক–আধটা ম্যাচে এরকম হতেই পারে। তা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। বিরাটরা আবার সিরিজে ফিরে আসবে।’‌ 

শচীনের এই বার্তায় ভারতীয় দল জেগে উঠবে কিনা তা বেঙ্গালুরু টেস্টেই বোঝা যাবে। এদিকে মাত্র আড়াই দিনে টেস্ট শেষ হয়ে যাওয়ার পর সুনীল গাভাসকার রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। তিনি শনিবারই বলেছিলেন, ‘‌চা–পানের বিরতিত পর মাত্র আধঘণ্টায় খেলা শেষ হয়ে গেল। ভারতীয়রা উইকেটে টিকে থাকার চেষ্টাই করেনি। ভারত কবে আড়াই দিনে টেস্ট হেরেছে তা মনে করতে পারছি না। অসি স্পিনারদের সামনে ভারতীয়দের আত্মসমর্পণ দেখে অবাক হলাম। ভারতীয় ক্রিকেটের জন্য খুব খারাপ দিন। দুই ইনিংস মিলিয়ে ৭৫ ওভারই ব্যাট করতে পারল না ভারত।’‌ 

অপরদিকে অজিদের প্রশংসা করে গাভাসকার বলেন, ‘‌এই উইকেটে অসিরা দুরন্ত খেলেছে। স্টিভ স্মিথ তো দারুণ শতরান করল। এক্কেবারে অধিনায়কোচিত ইনিংস।’‌     


বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর