২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:৪০

কাইফের চোখে ধোনি এখনও...

অনলাইন ডেস্ক

কাইফের চোখে ধোনি এখনও...

অনেকেই বলছেন, মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং দক্ষতা আর আগের মতো নেই। কিন্তু রবিবার ইডেনে বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে তার দুর্দান্ত সেঞ্চুরি দেখে মুগ্ধ বিপক্ষ ছত্তীশগড়ের অধিনায়ক ও ধোনির সাবেক জাতীয় দল সতীর্থ মোহম্মদ কাইফ। তার মতে, ধোনি এখনও আগের মতো ব্যাটিং করেন। তাই একদিনের ও টি-২০ ম্যাচের মতোই টেস্টও তিনি খেলতে পারতেন।

ইডেনে এই ম্যাচের পর কাইফ বলেছেন, ‘আমি অভিষেকের সময় থেকেই ধোনিকে দেখছি। আমার সবসময় মনে হয়েছে, শুধু অনুশীলন করে ধোনি হওয়া যায় না। ইডেনে ওর স্বাভাবিক দক্ষতা দেখা গেল। ধেঅনি না থাকলে ঝাড়খণ্ডকে আমরা ১২০ রানে অলআউট করে দিতাম। আমি মনে করি, ধোনি এখনও ক্রিকেটের সব ফরম্যাটে খেলতে পারে।’

ইডেনে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫৭ রানে ঝাড়খণ্ডের ৬ উইকেট পড়ে যায়্য। সেই অবস্থা থেকে প্রায় একক দক্ষতায় দলকে ২৪৩ রানে পৌঁছে দেন ধোনি। তিনি ৬টি ছক্কা এবং ১০টি বাউন্ডারির সাহায্যে ১০৭ বলে ১২৯ রান করেন। জবাবে ১৬৫ রানেই অলআউট হয়ে যায় ছত্তীশগড়। ৭৮ রানে ম্যাচ জিতে যায় ঝাড়খণ্ড। হারলেও তাই ধোনির এই অসাধারণ পারফরম্যান্সের তারিফ করতে ভুলেননি কাইফ।

বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

সর্বশেষ খবর