২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:১১

যেভাবে বিরাটের স্পর্শের বাইরে ধোনি

অনলাইন ডেস্ক

যেভাবে বিরাটের স্পর্শের বাইরে ধোনি

পুণেতে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হারের ব্যবধান ৩৩৩ রান। আর এই হারের ফলে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আর কোনওদিন ছুঁতে পারবেন না বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। 

সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক থাকাকালীন সময়ে ঘরের মাঠে ভারত একটিও টেস্ট হারেনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিন্তু অধিনায়ক বিরাট ঘরের মাঠে অসিদের বিরুদ্ধে প্রথম টেস্টেই হেরে বসেছেন। 

ধোনির অধিনায়কত্বে ভারত ঘরের মাটিতে প্রথম অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ২০০৮–০৯ সালে। চার টেস্টের সিরিজে ভারত জিতেছিল ২–০ ব্যবধানে। ২০১০–১১ সফরেও সিরিজের ফল ছিল একই। ২০১২–১৩ সফরে চার টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছিল অসিদেরকে। 

আর অপরদিকে ২০১৭ সালের চলতি সফরে ইতিমধ্যেই ভারত ০–১ পিছিয়ে রয়েছে। পুণেতে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে বিরাট বাহিনীকে। দ্বিতীয় টেস্ট বেঙ্গালুরুতে। ২০০৪ সালের পর ২০১৭ সালে এসে ভারতে টেস্ট জিতল অস্ট্রেলিয়া।

 

বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫

সর্বশেষ খবর