২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:০৩

লাহোরেই হচ্ছে পিএসএল ফাইনাল

অনলাইন ডেস্ক

লাহোরেই হচ্ছে পিএসএল ফাইনাল

পিএসএলের ফাইনালের মাত্র ছয় দিন আগে গতকাল ভেন্যু হিসেবে নিশ্চিত হলো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের নাম। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ এক টুইটবার্তায় খবরটি নিশ্চিত করে বলেন, 'পাকিস্তানের স্বার্থের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট না হওয়ার ধারাবাহিকতায় পিএসএল ফাইনাল নিয়ে সংশয় ছিল প্রথম থেকেই। উপরন্তু ১৩ ফেব্রুয়ারি লাহোরে এক আত্মঘাতী হামলায় ১৩ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে অনিশ্চয়তা যেন আরও বাড়ে যায়। তবে পিএসএলের আয়োজক পিসিবি শুরু থেকেই এবারের শিরোপা নির্ধারণী ম্যাচ লাহোরে আয়োজনের কথা বলে আসছিল। ফলাফল হিসেবে পিএসএলে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো সিদ্ধান্ত নেয়, পাকিস্তানে ক্রিকেট ফেরানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তারা ফাইনাল খেলবে লাহোরেই।

এ ব্যাপারে পাঞ্জাবের আইনবিষয়ক মন্ত্রী জানান, 'নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। দিবা-রাত্রির ফাইনাল খেলা শুরু হবে সাড়ে ৪টায়, রাত ১১টার মধ্যে সমাপনী অনুষ্ঠান শেষ করা হবে।'

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর