Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১ মার্চ, ২০১৭ ০০:২৭ অনলাইন ভার্সন
আপডেট :
'কোহলির উইকেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ'
অনলাইন ডেস্ক
'কোহলির উইকেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ'

পুণেতে সিরিজের প্রথম টেস্টে ব্যর্থ হয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু এখনও সিরিজের তিনটি টেস্ট বাকি রয়েছে।

অর্থাৎ ৬টি ইনিংস ব্যাট করার সুযোগ পাবেন বিরাট। বিরাট কোহলি বারবার কিন্তু ব্যর্থ হবেন না। তাই তাকে নিয়ে বেশ সতর্ক অস্ট্রেলিয়া। আরও ভালভাবে বললে অজি পেস বোলার মিচেল স্টার্ক।  

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সুবাদে তিনি কাছ থেকে দেখেছেন কোহলিকে। তাই স্টার্ক জানেন বাকি তিনটি টেস্টে আরও শক্তিশালী হয়ে ফেরার সম্ভাবনা রয়েছে ভারত অধিনায়কের। স্টার্ক বলছিলেন, ‘‌বাকি সিরিজে কোহলির উইকেটটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিরিজ জিততে হলে বাকি ৬টি ইনিংসেও বিরাটকে দ্রুত ফেরাতে হবে। কিন্তু কাজটা কতটা শক্ত তা আমরা জানি। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৩ রান করলেও পরের টেস্টেই হয়তো দেখবেন ফর্ম ফিরে পেয়েছে কোহলি। ’‌ 

তবে এখানেই থেমে যাওয়া নয়, কোহলি বন্দনায় স্টার্ক বলছিলেন, ‘‌দারুণ ক্রিকেটার। গত বছর থেকেই ফর্মের চুড়োয় রয়েছে। তাই কোহলিকে নিয়েই আমাদের যত চিন্তা। প্রথম টেস্টটা ভালভাবে উতরে গেছি। কিন্তু সিরিজ জিততে হলে আরও ভাল ক্রিকেট খেলতে হবে। সেজন্য দ্রুত তুলতে হবে কোহলির উইকেট। ’‌ ‌

 

বিডি-প্রতিদিন/ ১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১

আপনার মন্তব্য

up-arrow