১ মার্চ, ২০১৭ ১৩:০০
বাজে উইকেট

ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইসিসির নোটিশ

অনলাইন ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইসিসির নোটিশ

সাংবাদিক রামসের টুইট করা পুনের উইকেটের ছবি। সূত্র: টুইটার

পুনেতে বাজে উইকেট বানানোয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) নোটিশ দিয়েছে আইসিসি। ১৪ দিনের মধ্যে এর জবাব দিতে হবে বিসিসিআইকে।

জানা গেছে, ছয়টি মানে কোনো টেস্ট ম্যাচের উইকেটকে বিবেচনা করে আইসিসি। খুব ভালো, ভালো, সাধারণ মানের চেয়ে ভালো, সাধারণ মানের চেয়ে খারাপ, বাজে, অনুপযোগী। আর এর মধ্যে শেষ থেকে দুইয়ে অবস্থান করছে পুনের উইকেট। আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড সিরিজের প্রথম টেস্টের উইকেটকে ‘বাজে’ বলে মন্তব্য করেছেন।
 
যে ধরনের উইকেটে খেলা হয়েছে, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রড। বিসিসিআই নোটিশের উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাদের সতর্ক করে দেওয়া হতে পারে আইসিসির পক্ষ থেকে। পাশাপাশি ১৫ হাজার ডলার জরিমানাও করা হতে পারে।

ভারতীয় বোর্ডের দেওয়া জবাব পর্যবেক্ষণ করে দেখবেন আইসিসির ক্রিকেট জেনারেল ম্যানেজার জিওফ অ্যালার্ডিস ও এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

পুনে টেস্টের উইকেট নিয়ে সমালোচনা চলছে বিভিন্ন মহলে। প্রথম বল থেকেই বল ঘুরছিল। যদিও নিজেদের পেতে রাখা ফাঁদে ধরাশায়ী হয় ভারতই। নিজ মাটিতে টেস্ট হারে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর