Bangladesh Pratidin

প্রকাশ : ৪ মার্চ, ২০১৭ ১৬:০২ অনলাইন ভার্সন
দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়
অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের এক দিনের সিরিজের শেষ ম্যাচে প্রোটিয়ারা ৬ উইকেটে হারায় নিউজিল্যান্ডকে। যার ফলে সিরিজ নিজেদের করে নিল ৩–২ ব্যবধানে। 

লো স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করে ৪১.‌১ ওভারে কিউয়িদের ইনিংস শেষ হয়ে যায় ১৪৯ রানে। ব্যাটসম্যানরা বড় রান তুলতে ব্যর্থ। কিউইদের পক্ষে ডিন ব্রাউনলি (‌২৪)‌, জেমস নিশাম (‌২৪)‌, কলিন গ্র‌্যান্ডহোম (‌৩২) রান করেন‌। 

দক্ষিণ আফ্রিকার সফল বোলার কাগিসো রাবাডা। তিনি ৩ উইকেট পেয়েছেন। ২ টি করে উইকেট পেলেন ইমরান তাহির এবং অ্যান্ডিল ফুলাকোয়ে।

জবাবে ব্যাট করতে নেমে একসময় চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ডু’‌প্লেসিস–মিলার দলকে জয়ের পথে নিয়ে যান। ফাফ ডু’‌প্লেসিস ৫১ রানে অপরাজিত ছিলেন। ডেভিড মিলার ৩৫ বলে ৪৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মেরেছেন ৪ টি চার এবং ২ টি ছয়।   

৩২.‌২ ওভারেই ১৫০/‌৪ তুলে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা। কিউই বোলারদের মধ্যে জীতেন প্যাটেল ২ উইকেট পেয়েছেন। ম্যাচের সেরা হয়েছেন কাগিসো রাবাডা।


বিডি-প্রতিদিন/ ৪ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১

আপনার মন্তব্য

up-arrow