Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : ৪ মার্চ, ২০১৭ ২০:৩৯ অনলাইন ভার্সন
আপডেট : ৪ মার্চ, ২০১৭ ২১:১৭
চা বিক্রেতার সঙ্গে ডিনার করলেন ধোনি
অনলাইন ডেস্ক
চা বিক্রেতার সঙ্গে ডিনার করলেন ধোনি
সংগৃহীত ছবি

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কখন যে কী করবেন, সেটা আঁচ করতে পারেন না কেউই। তবে যাই করুন না কেন, তিনি প্রতিবারই বুঝিয়ে দেন, যতই তিনি সাফল্য ও খ্যাতির শিখরে উঠুন না কেন, নিজের শিকড়কে কখনই ভোলেন না তিনি।

ফের একবার সেই প্রমাণ দিলেন ধোনি। এই মুহূর্তে ঝাড়খণ্ডের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলতে রাঁচিতে রয়েছেন ধোনি। নিজের ঘরের মাঠে, তাকে দেখতে উৎসাহী জনতা ভিড় জমাচ্ছে। টিম হোটেলেও ভক্তদের আনাগোনা লেগেই রয়েছে। এই ব্যস্ততার ফাঁকেই কৈশোরে যে চায়ের দোকানে যেতেন, তার মালিককে ডেকে নিলেন ক্যাপ্টেন কুল। ঝাড়খণ্ড দলের সতীর্থদের সঙ্গে বসিয়েই পাঁচতারা হোটেলে ডিনার করিয়েছেন সেই চা বিক্রেতাকে। পাশাপাশি সেলফি তুলে টুইটও করেছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।  

যা দেখে প্রশংসায় পঞ্চমুখ তার ভক্তরা। ঝাড়খণ্ড দলের সতীর্থরাও ধোনির উচ্ছ্বসিত প্রশংসা করছেন। দুই‌টি বিশ্বকাপজয়ী অধিনায়ক যেভাবে দলের তরুণদের সাহায্য করছেন, সেটাকেও বিরল বলেই মনে করছেন তারা।

 

বিডি-প্রতিদিন/ ৪ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫

আপনার মন্তব্য

up-arrow