Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭
প্রকাশ : ৮ মার্চ, ২০১৭ ১৩:৫৮ অনলাইন ভার্সন
আপডেট : ৮ মার্চ, ২০১৭ ১৮:৫১
ফের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব
অনলাইন ডেস্ক
ফের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব
ফাইল ছবি

আইসিসি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আবার শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে প্রথমে ফিল্ডিংয়ে নামায় এখনও ব্যাট করার সুযোগ হয়নি।

দ্বিতীয় দিন লাঞ্চ পর্যন্ত উইকেটও পাননি। কিন্তু অন্য টেস্টের ফলাফল রাখল প্রভাব। নিজের হারানো রাজত্বও উদ্ধার করলেন বাংলাদেশি এই অলরাউন্ডার।

সাকিবের রেটিং পয়েন্ট আগের মতই থাকলেও শীর্ষে থাকা রবিচন্দ্রন অশ্বিনই পেছনে পড়ে গেছেন। যদিও মঙ্গলবার শেষ হওয়া বেঙ্গালুরু টেস্টের শেষ ইনিংসে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। কিন্তু এই সিরিজে ব্যাট হাতে রান নেই। সিরিজের ৪ ইনিংসে করেছেন ২০ রান। তাই হারাতে হলো শীর্ষস্থান।

সাকিবের রেটিং পয়েন্ট ৪৪১। ইংল্যান্ডের বিপক্ষে মোহালি টেস্ট শেষে অশ্বিন ছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ৪৯৩ রেটিং পয়েন্টে। সেটিই এখন নেমে হয়েছে ৪৩৪।

দীর্ঘ দিন শীর্ষে থাকা সাকিবকে ২০১৫ সালের ডিসেম্বরে টপকে যান অশ্বিন। তিন, চার ও পাঁচে আগের মতোই রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক ও বেন স্টোকস রয়েছেন।

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি - তিন সংস্করণেই আপাতত আবারও এক নম্বরে সাকিব।

বিডি প্রতিদিন/৮ মার্চ ২০১৭/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow