Bangladesh Pratidin

প্রকাশ : ১২ মার্চ, ২০১৭ ০০:৩৮ অনলাইন ভার্সন
আপডেট : ১২ মার্চ, ২০১৭ ১০:১০
নতুন কোচ পাচ্ছেন কোহলিরা!
অনলাইন ডেস্ক
নতুন কোচ পাচ্ছেন কোহলিরা!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান সিরিজ শেষে ভারতীয় দলের কোচের পদে পরিবর্তে আসছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে অনিল কুম্বলের জায়গায় দেখা যেতে পারে ক্রিকেটের দ্য ওয়াল খ্যাত দেশটির সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।

গত বছরের জুনে ভারতীয় দলের কোচ নিযুক্ত হয়েছিলেন সাবেন স্পিনার অনিল কুম্বলে। তাঁর আমলে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ জিতেছে ভারত। এরপর দেশের মাঠে নিউজিল্যান্ড (৩-০), ইংল্যান্ড (৪-০) এবং বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতেছে ভারত। আইসিসির টেস্ট দলের ক্রমতালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে ভারত।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে এবিপি আনন্দের খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর কুম্বলে আর কোচের পদে নাও থাকতে পারেন। কারণ, বিসিসিআই কুম্বলেকে টিম ডিরেক্টর হওয়ার প্রস্তাব দিতে চলেছে।

কুম্বলেকে বেঙ্গালুরু টেস্টের পর বিসিসিআই-এর প্রশাসক কমিটি (সিওএ) ভারতের পুরুষ দল, ভারত এ দল, মহিলা দল ,জুনিয়র টিমগুলি সম্পর্কে একটি সার্বিক রিপোর্ট জমা দিতে বলেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

কুম্বলে টিম ডিরেক্টর নিযুক্ত হলে জাতীয় ও কর্নাটক দলে তার প্রাক্তন সহ খেলোয়াড় রাহুল দ্রাবিড় কোহলিরদের কোচ হতে পারেন। বর্তমানে ভারত এ দলের কোচ দ্রাবিড়।

এদিকে, সিওএ শচীন টেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি ভেঙে দিতে চলেছে বলে খবর। এরপর ওই প্রাক্তন ক্রিকেটারকে জাতীয় দলের ক্রিকেটিং অপারেশনসের ম্যানেজার হিসেবে নিযুক্ত করতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৭/মাহবুব

 

আপনার মন্তব্য

up-arrow