Bangladesh Pratidin

প্রকাশ : ১২ মার্চ, ২০১৭ ১৩:২১ অনলাইন ভার্সন
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার শেষ দিনের রোমাঞ্চ ভেসে গেল বৃষ্টিতে
অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার শেষ দিনের রোমাঞ্চ ভেসে গেল বৃষ্টিতে
ফাইল ছবি

ডানেডিনে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টটি পঞ্চম দিনে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। ফলে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি নিষ্প্রাণ ড্রয়ের মধ্য দিয়েই শেষ হলো।

ম্যাচ পরিচালনাকারী দুই আম্পায়ার শ্রীলঙ্কার কুমারা ধর্মাসেনা ও অস্ট্রেলিয়ার ব্রুস ওক্সেনফোর্ড মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত অপেক্ষা করে বৃষ্টি না থামায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। 

এর আগে শেষ দিনের আগে ম্যাচ দাঁড়িয়েছিল রোমাঞ্চকর মোড়ে। ৪ উইকেট হাতে নিয়ে শেষ দিনে ১৯১ রানে এগিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শেষ দিনে সম্ভব ছিল তিনটি ফলই। ড্র হলো, কিন্তু খেলা হলো না। টানা বৃষ্টিতে স্থানীয় সময় দুপুর পৌনে দুইটায় ম্যাচের ইতি ঘোষণা করেন আম্পায়াররা।

আগামী বৃহস্পতিবার ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। এর আগে ২০১২ সালে সর্বশেষ ডানেডিনে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচেও পঞ্চম দিনের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ওই সময় জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২৬৪ রান, হাতে ছিল ৮ উইকেট।

বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৭/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow