২৩ মার্চ, ২০১৭ ১০:৫৭

নিষেধাজ্ঞার বিপরীতে আপিল করেছেন রাসেল

অনলাইন ডেস্ক

নিষেধাজ্ঞার বিপরীতে আপিল করেছেন রাসেল

ডোপিং ও আচরণবিধি ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার বিপরীতে আপিল করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এর আগে, ২০১৭ সালের ৩১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেনে এ ক্যারিবীয় তারকা।

রক্তে ডোপের অস্তিত্ব আছে, এমন তথ্যের ভিত্তিতে ২০১৫ সালে তাকে ডোপ পরীক্ষা দেয়ার জন্য ডাকা হয়েছিল এ ক্যারিবীয় তারকাকে। একবার, দু’বার নয় তিনবার। কিন্তু একবারের জন্যও তিনি পরীক্ষা দিতে হাজির হননি। বিষয়টি আমলে নিয়ে গত বছরের মার্চে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে জ্যামাইকা ডোপ বিরোধী কমিশন।

অভিযোগ গঠনের পরে তার কাছে জানতে চাওয়া হয় তিনি কেন ডোপ পরীক্ষা দিতে আসেননি। কিন্তু কমিশনের এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেননি রাসেল। আন্তর্জাতিক ডোপ বিরোধী এজেন্সির নিয়মানুযায়ী এমন অপারগতা ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার শামিল। তারই পরিপ্রেক্ষিতে আন্দ্রে রাসেলের এমন শাস্তি ঘোষণা করা হয়। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর