২৩ মার্চ, ২০১৭ ১৩:৪৭

নওগাঁয় কাবাডি প্রতিযোগিতা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় কাবাডি প্রতিযোগিতা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নওগাঁয় কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় নওযোয়ান মাঠে এই প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়।

প্রধান অতিথি হিসাবে কাবাডি প্রতিযোগিতার উদ্ধোধন করেন নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান।

পুলিশ সুপার মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইদুসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রতিযোগিতায় নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে ১১টি দল এবং নওগাঁ পৌরসভা থেকে ১টিসহ মোট ১২টি কাবাডি দল অংশ নিচ্ছে। 

প্রথম দিনের প্রতিযোগিতায় অংশ নেয় জেলার নিয়ামতপুর ও বদলগাছী উপজেলা কাবাডি দল। বদলগাছী ৬০ পয়েন্টে পেয়ে জয়ী হয়েছে। চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ।

বিডি প্রতিদিন/২৩ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর