২৫ মার্চ, ২০১৭ ১০:১৬

র‍্যাংকিং নিয়ে এখনই ভাবতে চান না মাশরাফি

অনলাইন ডেস্ক

র‍্যাংকিং নিয়ে এখনই ভাবতে চান না মাশরাফি

কলম্বো টেস্ট জয়ের পর বেশ ছন্দে আছে টিম বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে আজ শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। আর সিরিজটা ৩-০ ব্যবধানে জিতলেই ওয়ানডে র‍্যাংকিংয়ে ছয়ে উঠে যাবে বাংলাদেশ। 

তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা র‍্যাংকিং নিয়ে মাথা ঘামাচ্ছেন না। এ ব্যাপারে তিনি বলেন, ‘র‍্যাংকিংয়ের চেয়ে এখন আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজের খেলায় বেশি মনোযোগ দেওয়া। তাই র‍্যাংকিং নিয়ে নিয়ে এখনই ভাবতে চাই না।’ 

এদিকে, গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরটা ভালো যায়নি বাংলাদেশের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বলেছেন, ‘গেল দুই বছর আমরা বেশিরভাগ ওয়ানডে ম্যাচই খেলেছি ঘরের মাটিতে। দীর্ঘদিন দেশের বাইরে না খেলায় নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ম্যাচই আমরা হেরেছি। তাই শ্রীলঙ্কায় আমাদের ভালো করতে হবে।’

আজ ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৮ মার্চ ও ১ এপ্রিল। এই তিনটি ম্যাচ জিততে পারলে র‍্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে টপকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর