২৫ মার্চ, ২০১৭ ১৩:৩৬

সাবস্ক্রিপশন ফি নেয়ার পরিকল্পনা করছে টুইটার

অনলাইন ডেস্ক

সাবস্ক্রিপশন ফি নেয়ার পরিকল্পনা করছে টুইটার

বিজনেস এবং পাওয়ার ব্যবহারকারিদের জন্য সাবস্ক্রিপশন ফি নেয়ার পরিকল্পনা করছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। পেশাদারদের জন্য বানানো টুইটার ড্যাশবোর্ড টুইটডেকের একটি প্রিমিয়াম সংস্করণের জন্য এই পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

বিবিসি'র খবরে বলা হয়েছে, টুইটডেকের একটি সংস্করণ থেকে সাবস্ক্রিপশন ফি নেওয়া শুরু হতে পারে। এই ইন্টারফেইস ব্যবহারকারীদের টুইটার অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় সহায়তা করে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে টুইটার জানায়, আমরা প্রতিনিয়ত ব্যবহারকারির অভিজ্ঞতার ফিডব্যাক পর্যালোচনা করে থাকি। এবং এথেকে সিদ্ধান্ত নিয়ে থাকি। আর এমনই একটি সিদ্ধান্ত হতে টুইটডেক কে আরও পেশাদার করে তোলা। তবে টুইটার তার সব ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আদায় করতে যাচ্ছে এমন কোনো ইংগিত পাওয়া যায়নি।

এর আগে টুইটারের এই জরিপের বিষয়টি ফাঁস হয়েছিল। সে সময় মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-এর সঙ্গে সম্পৃক্ত এক সাংবাদিক কিছু স্ক্রিনশট পোস্ট করেন। টুইটডেক-এর প্রিমিয়াম সংস্করণ কেমন হতে পারে তা ওই স্ক্রিনশটগুলোতে দেখতে পাওয়া যায়।

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর