২৫ মার্চ, ২০১৭ ১৭:২৬

ডাম্বুলায় তামিমের ৩৫তম হাফ সেঞ্চুরি

অনলাইন ডেস্ক

ডাম্বুলায় তামিমের ৩৫তম হাফ সেঞ্চুরি

সংগৃহীত ছবি

২০০৭ সালের ১৭ মার্চ পোর্ট অব স্পেনে আইসিসি ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে প্রথম অর্ধশতকের দেখা পেয়েছিলেন তামিম ইকবাল। আর প্রায় এক দশক পর আবারো মার্চেই অর্ধশতক পূর্ণ করলেন এ বাংলাদেশী ওপেনার। 

শ্রীলঙ্কার ডাম্বুলাতে দেখা পেয়েছেন কার্যকরী একটি অর্ধশতক।এ নিয়ে তামিমের ঝুলিতে এখন ৩৫টি অর্ধশতক। আর এ অর্ধশতক পেতে বেশ ধৈর্যের পরিচয় দিয়েছেন তামিম। ৭৬ বল খেলে ৬টি চারের মারে পঞ্চাশের ঘর স্পর্শ করেন তামিম।

এর আগে একই ম্যাচে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন  আরেক বাংলাদেশী ব্যাটসম্যান সাব্বির রহমান। কিন্তু লঙ্কান অধিনায়ক উপল থারাঙ্গার অসাধারণ এক ক্যাচে হাফ সেঞ্চুরির পর ফিরে যান সাব্বির। তবে এর আগে মাত্র ৫৬ বল খেলে ৫৪ রান করেন সাব্বির। যেখানে ৪০ রানই এসেছে বাউন্ডারি থেকে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভার শেষে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭১রান। তামিম ইকবাল অপরাজিত আছেন ৭৪ রানে। আর অপর প্রান্তে ১৮ রানে অপরাজিত অলরাউন্ডার সাকিব আল হাসান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর