শিরোনাম
২৬ মার্চ, ২০১৭ ১৮:৫৯

যে কারণে ইংল্যান্ডের স্পিন পরামর্শক সাকলাইন মোশতাক

অনলাইন ডেস্ক

যে কারণে ইংল্যান্ডের স্পিন পরামর্শক সাকলাইন মোশতাক

সংগৃহীত ছবি

পাকিস্তানি কিংবদন্তি স্পিনার সাকলাইন মোশতাককে দু্ই বছরের জন্য স্পিন পরামর্শক হিসেবে চুক্তিবদ্ধ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পাকিস্তানি দৈনিক 'ডন' কে এক বিবৃতিতে এ সাবেক তারকা ক্রিকেটার জানান, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) সাথে আমি দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। প্রতি বছরে আমি তাদের সঙ্গে ১শ’ দিন কাজ করবো। যদিও ইংল্যান্ড জাতীয় দলকে পরামর্শ দেয়াই আমার মূল দায়িত্ব তারপরও আমি ইংল্যান্ডের তরুণ স্পিনারদের নিয়েও কাজ করবো।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ইংল্যান্ডে পাড়ি জমান সাকলাইন। সেখানে বসবাসরত অবস্থায় ইংলিশদের বোলিং কোচ হন তিনি। এরপর স্বল্পমেয়াদে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন সাকলাইন।

তবে কয়েক বছর আগে, আবারো পাকিস্তানে বসবাস শুরু করেন সাকলাইন। ক্রিকেট জীবনে পাকিস্তানের হয়ে ৪৯টি টেস্ট ও ১৬৯টি ওয়ানডে খেলেন তিনি। টেস্টে ২০৮টি ও ওয়ানডেতে ২৮৮টি উইকেট নেন সাকলাইন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর