২৬ মার্চ, ২০১৭ ২৩:৪৭

সেরেনা-ফেদেরারকে ছাড়িয়ে গেলেন সাকিব

অনলাইন ডেস্ক

সেরেনা-ফেদেরারকে ছাড়িয়ে গেলেন সাকিব

শীর্ষস্থান ধরে রাখার ক্ষেত্রে টেনিসের দুই তারকা সেরেনা উইলিয়ামস ও রজার ফেদেরারকে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সবচেয়ে বেশি সময় র‌্যাংকিংয়ে শীর্ষে থাকার গৌরব অর্জন করেছেন সাকিব।

এই মুহূর্তে সাকিব আল হাসান ক্রিকেটের তিন ফরম্যাটেই অলরাউন্ডারদের শীর্ষে রয়েছেন। তবে সবচেয়ে বেশি সময় রাজত্ব করেছেন ওয়ানডে ক্রিকেটে। ওয়ানডে র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় ৩২৪ সপ্তাহ ধরে শীর্ষে রয়েছেন সাকিব।

রজার ফেদেরার টেনিসের পুরুষ র‌্যাংকিংয়ে সবার ওপরের স্থানে ছিলেন ২৩৭ সপ্তাহ। অন্যদিকে টেনিসের মহিলা র‌্যাংকিংয়ের শীর্ষে সেরেনা উইলিয়ামস ছিলেন ৩১৬ সপ্তাহ।

এদিকে টেস্টে অলরাউন্ডারদের তালিকায় সাকিব ১৬৪ সপ্তাহ শীর্ষে ছিলেন। আর টি ২০-তে ১০৫ সপ্তাহ।

টেস্ট অলরাউন্ডার হিসেবে সাকিবের পরেই রয়েছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। তিনি ১০২ সপ্তাহ শীর্ষে ছিলেন।

টেস্টে অলরাউন্ডার হিসেবে এক নম্বরে থাকার কৃতিত্বে সবার আগে আছেন রিচার্ড হ্যাডলি (৩০৮ সপ্তাহ)। এরপর ইয়ান বোথাম (২৩৭ সপ্তাহ), ইমরান খান (১৯৭ সপ্তাহ)। তারপরেই সাকিবের অবস্থান।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর