২৭ মার্চ, ২০১৭ ১৭:৩২

এই হার কষ্টদায়ক: চান্দিমাল

অনলাইন ডেস্ক

এই হার কষ্টদায়ক: চান্দিমাল

পি সারা ওভালে নিজেদের শততম টেস্টে চার উইকেটে জয়ের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও দারুণ শুরু করে মাশরাফি বিন মুর্তজার দল। লঙ্কা দলকে ৯০ রানে পরাজিত করে টাইগাররা। তবে, বাংলাদেশের কাছে এমন হার যেন কোনো ভাবেই মেনে নিতে পারছে না শ্রীলঙ্কা।

ম্যাচের পর লঙ্কান ক্রিকেটার কুসল মেন্ডিস জানিয়েছিলেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হারা মেনে নেওয়ার মতো নয়। তারই সতীর্থ চান্দিমাল জানাচ্ছেন, হার মেনে নেওয়া কষ্টের কিন্তু এই দলের কাছে হারটা অভিজ্ঞতার কারণে।

এ ব্যাপারে রোববার গণমাধ্যমকে চান্দিমাল বলেন, ‘আমি যখন জাতীয় দলে আসি, তখন বাংলাদেশকে সহজভাবে হারাতাম। এই হার কষ্টদায়ক। কিন্তু আপনি যদি এই সময়ের বাংলাদেশকে দেখেন, তাদের দলে এমন ৭-৮ জন ক্রিকেটার আছে যারা গেল ১০ বছর ধরে জাতীয় দলে খেলছে। তারা অনেক অভিজ্ঞ। এই হারের পিছনে পুঁজি হিসেবে তাদের অভিজ্ঞতাও দারুণ কাজে দিয়েছে।’

এদিকে প্রতিনিয়ত দলের বোলিং, বিশেষত ফিল্ডিংয়ের সমালোচনায় মুখর শ্রীলঙ্কার সংবাদমাধ্যমগুলো। ফলাও করে প্রকাশ করা হচ্ছে, লঙ্কান ক্রিকেট দলের ‘ক্রান্তিকাল’ যাচ্ছে। তবে সময়টাকে দলের ‘ক্রান্তিকাল’ মানতে নারাজ চান্দিমাল। তার মতে, আরেকটু দায়িত্ববান হলেই পুরনো রূপে ফিরতে পারবেন তারা, ‘আপনি কখনই বলতে পারেন না, আমরা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের সবাইকে আরেকটু এগিয়ে আসা উচিত, তাতে ফলাফলটা ভালো হবে। পরের ম্যাচ নিয়ে আমরা পরিকল্পনা করছি। আশা করি সব ঠিক থাকলে ভালো কিছু হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর