২৭ মার্চ, ২০১৭ ১৮:৩৪

এই বাংলাদেশ অনেক অভিজ্ঞ দল: লঙ্কান কোচ

অনলাইন ডেস্ক

এই বাংলাদেশ অনেক অভিজ্ঞ দল: লঙ্কান কোচ

শ্রীলঙ্কারই এক ক্রিকেট কোচ বদলে দিয়েছেন বাংলাদেশকে। তার নাম চন্দ্রিকা হাথুরুসিংহে। কঠিন ব্যক্তিত্বের অধিকারী এই কোচকে এখন যে কোনো দল পেতে চাইবে। আর তার প্রশংসা দিয়েই ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলন শুরু করলেন লঙ্কান কোচ অশাঙ্ক গুরুসিনহা। বললেন, 'এই বাংলাদেশ অনেক অভিজ্ঞ দল। ক্রিকেটে তারা দারুণ উন্নতি করেছে।'

প্রথম ওয়ানডেতে বড় পরাজয়ের পেছনে কোনো অজুহাত দাঁড় না করিয়ে তিনি টাইগারদের প্রাপ্য কৃতিত্ব দিতে কুণ্ঠাবোধ করলেন না। বললেন, 'বাংলাদেশকে কৃতিত্ব না দেওয়ার কোনো অবকাশ নেই। ওয়ানডেতে ওরা খুবই অভিজ্ঞ দল। প্রচুর ওয়ানডে ম্যাচ খেলে তারা। এটাই তাদের ভালো একটা দল হয়ে উঠতে দারুণ সাহায্য করেছে। দল হিসেবেও তারা ভালো করছে, উন্নতি করেছে।'

শ্রীলঙ্কার বর্তমান দলটি নিয়ে প্রশ্ন করতেই কোচ বললেন তিনি 'পুনর্গঠন' শব্দটির সঙ্গে একমত নন। যেন একটু ক্ষোভ নিয়েই লঙ্কান কোচ বললেন, 'আমার মনে হয়, এই শব্দটি গত তিন বছর ধরে ব্যবহার করতে করতে পুরোনো হয়ে গেছে। আমরা এই শব্দটি আর ব্যবহার করতে চাই না। সর্বোচ্চ পর্যায়ে খেললে ভালো করতে হবে। পুনর্গঠন প্রক্রিয়ার অজুহাত দেওয়ার সুযোগ এখানে সীমিত।'

একইসঙ্গে শিষ্যদের ফিল্ডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন গুরুসিনহা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এমন বাজে ফিল্ডিং কোনোমতেই গ্রহণযোগ্য হতে পারে না বলেও জানিয়ে দিলেন তিনি। পাশাপাশি তিনি মনে করেন, প্রথম ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েই দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে টিম শ্রীলঙ্কা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর