২৮ মার্চ, ২০১৭ ১৫:২৪

মুশফিকের দুর্দান্ত ক্যাচে গুনাথিলাকার বিদায়

অনলাইন ডেস্ক

মুশফিকের দুর্দান্ত ক্যাচে গুনাথিলাকার বিদায়

ডাম্বুলাতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক জয়ের পর আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি টিম বাংলাদেশ। ডাম্বুলাতে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। আর শুরুটাও দারুণ করলো মাশরাফি-মুশফিক।

তৃতীয় ওভারের মাথায় প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার দানুস্কা গুনাথিলাকা (৯)। 

এদিকে, চলমান শ্রীলঙ্কা সিরিজে বেশ ছন্দেই আছে তামিম-সাকিবরা। শততম টেস্ট ম্যাচ জিতে সিরিজ ড্রয়ের পর প্রথম ওয়ানডেতেও টাইগাররা পেয়েছে ৯০ রানের বিশাল জয়। ধারাবাহিক পারর্ফমেন্সের মধ্য দিয়ে তাই আজ ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে চায় টিম বাংলাদেশ। তবে, ম্যাচ বাই ম্যাচ জয় করেই সিরিজ জিততে চায় টাইগার অধিনায়ক মাশরাফি। 
সোমবার ডাম্বুলায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একটি ম্যাচ খেলার পর আরেকটি ম্যাচের দিকেই নজর দেওয়া ভালো। খেলোয়াড়দের জন্য তাতে সুবিধা হয়। পুরো সিরিজ নিয়ে ভাবতে গেলে অনেক বেশি চাপ তৈরি হয়। যা খেলায় প্রভাব ফেলে।’  

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল: দানুস্কা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), আসিলা গুনারাত্নে, মিলিন্ডা সিরিবর্ধনা, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, নুয়ান কুলাসেকারা, নুয়ান প্রদীপ।

সর্বশেষ খবর