৩০ মার্চ, ২০১৭ ০১:৫০

১ বছরের জন্য নিষিদ্ধ মোহাম্মদ ইরফান

অনলাইন ডেস্ক

১ বছরের জন্য নিষিদ্ধ মোহাম্মদ ইরফান

ফাইল ছবি

পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানকে দেশটির ক্রিকেট বোর্ড ১ বছরের জন্য নিষিদ্ধ করল। সঙ্গে ন’হাজার ৫০০ ডলার জরিমানাও করা হল তাকে। পাকিস্তান সুপার লিগে স্পোর্টস অ্যান্টি-কোরাপশন কোড অমান্য করার জন্যই এই শাস্তির মুখে পড়তে হল তাকে। এবার পাকিস্তানের সুপার লিগের শুরু থেকেই ফিক্সিং এর অভিযোগ উঠতে শুরু করে। সেখানেই নাম জড়িয়ে যায় বেশ কয়েকজন পাকিস্তানের ক্রিকেটারের। সেই তালিকায় ছিলেন ইরফানও। 

পিসিবির অ্যান্টি-কোরাপশন ইউনিটের চিফ মহম্মদ আজম জানান, ইরফান তাদেরকে জানিয়েছেন পিএসএল-এর সময় দু’বার তাকে বুকিরা ফিক্সিংয়ের জন্য বিভিন্ন অফার করেছিল। কিন্তু তিনি অ্যান্টি-কোরাপশন অফিশিয়ালদের সেটা সময় মতো জানাননি। আজম ইরফানের সপক্ষে এও জানিয়েছেন, চাইলে নির্বাসনের সময় কমানোর আর্জি জানাতে পারেন তিনি। যদি ইরফান আর নিয়মভঙ্গ না করেন, তা হলে তাঁর নির্বাসন এক বছর থেকে কমে ছ’মাস হতে পারে। ১৪ মার্চ থেকে ইরফানের শাস্তি লাগু হবে। সেই সময় থেকে সাময়িকভাবে তাকে নির্বাসিত করা হয়েছিল। সাময়িকভাবে আরও চার ক্রিকেটারকে নির্বাসিত করেছে পিসিবি। তার মধ্যে রয়েছেন শারজিল খান, খালিদ লতিফ, শাহজেব হাসান ও নাসির জামশেদ। এরা সকলেই ম্যাচ ফিক্সিং দায়ে অভিযুক্ত। সূত্র: আনন্দবাজার।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর