২৫ এপ্রিল, ২০১৭ ১৫:৪৫

ঘরের ছেলেকে দলে নিল গুজরাট

অনলাইন ডেস্ক

ঘরের ছেলেকে দলে নিল গুজরাট

সংগৃহীত ছবি

ইরফান পাঠান গত বছর আইপিএল খেলেছিলেন রাইজিং পুণে সুপারজায়েন্টের হয়ে। তবে এক মৌসুমের পরেই তাঁকে ছেড়ে দেয় পুণে। এ’বছর নিলামে তাঁকে নেয়নি কোন দল। আইপিএলের দশম সংস্করণের মাঝে দল পেলেন তিনি। ডোয়েন ব্রাভোর পরিবর্তে জুনিয়র পাঠানকে দলে নিল গুজরাট লায়ন্স।

চোটের জন্য গুজরাট লায়ন্সের হয়ে এখনও মাঠেই নামতে পারেননি ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। তাঁর বদলি হিসেবে তাই ঘরের ছেলে পাঠানকেই বেছে নিল লায়ন্স। সুরেশ রায়নার নেতৃত্বে লায়ন্সরা এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে দু’টি ম্যাচে জয় পেয়েছে। আইপিএল টেবলে তারা সাত নম্বরে রয়েছে। 

প্রাক্তন এই ভারতীয় অলরাউন্ডার এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটের ‘মিলিয়ন ডলার বেবি’ টুর্নামেন্টে ১০২ ম্যাচ খেলে ১১৩৭ করেছেন ও ৮০টি উইকেট পেয়েছেন।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর 

বিডি প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৭/ ই জাহান

সর্বশেষ খবর