২৫ এপ্রিল, ২০১৭ ১৯:২৮

আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় ম্যারাডোনা

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় ম্যারাডোনা

সংগৃহীত ছবি

বিশ্বকাপের বাছাই পর্বে ১৪ ম্যাচে ৬টি জয় নিয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে ৫ম অবস্থানে আছে গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা। সামনে যে চারটি ম্যাচ আছে তার মধ্যে তিনটিতেই খেলতে পারবেন না তারকা ফুটবলার ও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ অফিসিয়ালের সঙ্গে দুর্ব্যবহারের কারণে চার ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন মেসি। ইতোমধ্যেই নিষেধাজ্ঞার প্রথম ম্যাচটি ছিল বলিভিয়ার বিপক্ষে। ওই ম্যাচে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা।’ অার টানা পরাজয়ের গ্লানি নিয়ে কোচের পদ ছাড়তে হয়েছে কোচ এদগার্দো বাউজাকেও।

এমন পরিস্থিতিতে বিশ্বকাপ বাছাইয়ে নড়বড়ে অবস্থাতেই রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর তাই আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিয়ে সঙ্কা প্রকাশ করেছেন দিয়েগো ম্যারাডোনা। 

১৯৮৬ বিশ্বকাপজয়ী তারকা ডিয়েগো ম্যারাডোনা বলেন, ‘আমাদের একেবারে লেজে গোবরে অবস্থা। মেসি ছাড়া বাছাই পর্ব পার হওয়াটা সংশয়ের ব্যাপার বলেই মনে হচ্ছে।’

উল্লেখ্য, বাছাই পর্বের পরবর্তী ম্যাচগুলোতে আর্জেন্টিনা প্রতিপক্ষ উরুগুয়ে, ভেনেজুয়েলা, পেরু ও ইকুয়েডরের।

সূত্র: নিউ স্ট্রেইট টাইমস

বিডি প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৭/ ই জাহান

সর্বশেষ খবর