২৫ এপ্রিল, ২০১৭ ২১:৫৩

চাকরি যাচ্ছে জিদানের, বিকল্প কে?

অনলাইন ডেস্ক

চাকরি যাচ্ছে জিদানের, বিকল্প কে?

সংগৃহীত ছবি

দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই দুরন্ত শুরু জিনেদিন জিদানের। তবুও বার্নাব্যুতে নিজের ভবিষ্যৎ নিশ্চিত দেখছিলেন না তিনি। আর সেই আশঙ্কাই যেন ফলতে যাচ্ছে রিয়াল-ফ্রান্সের সাবেক এই তারকার সাথে। শোনা যাচ্ছে, চাকরি যাচ্ছে জিদানের!

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে হারের পর আশঙ্কাটা আরও গাঢ় হয়েছে। এমনও শোনা যাচ্ছে, দ্রুতই চাকরিটাই খোয়াতে চলেছেন জিদান। দুটি স্প্যানিশ ক্রীড়া দৈনিক তেমনটাই জানাচ্ছেন। ক্লাসিকো হারের পর জিদানের কৌশল নিয়ে তীব্র সমালোচনা করছে মাদ্রিদভিত্তিক ক্রীড়া পত্রিকাগুলো। বিশেষ করে ইনজুরি আক্রান্ত বেলকে খেলানোর বিষয়টি নিয়ে।

এদিকে, সমালোচনায় সবর মিডিয়াগুলোর মধ্যে রয়েছে মাদ্রিদের প্রভাবশালী পত্রিকা মার্কা ও এস। রিয়াল যদি শিরোপাহীনভাবে মৌসুম শেষ করে তাহলে জিদানের বিকল্পর কথাও জানাচ্ছে তারা। মার্কা একটু নরম হলেও এস জিদানের বিকল্পের নাম জানিয়ে দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, রিয়াল শিরোপাহীনভাবে মৌসুম শেষ করলে ফরাসি কোচের স্থলাভিষিক্ত হবেন জার্মান জাতীয় দলের বিশ্বকাপজয়ী কোচ ইওয়াখিম লো।

জানা গেছে, জার্মান দলের সঙ্গে লোর চুক্তি ২০২০ ইউরো পর্যন্ত। তবে এস বলছে, দুই পক্ষর (রিয়াল-লো) ঠিকঠাক কথা হলে ছেড়ে আসবেন তিনি। লো ছাড়াও জিদানের জায়গায় আরও দুজন বিকল্প কোচের নাম আসছে। এর একজন চেলসির ইতালিয়ান কোচ আন্তোনিও কন্তে। অপরজন টটেনহ্যাম হটস্পাসের আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোও।

বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর