২৬ এপ্রিল, ২০১৭ ১৫:৪০

এক ম্যাচ নিষিদ্ধ রামোস

অনলাইন ডেস্ক

এক ম্যাচ নিষিদ্ধ রামোস

এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার বিপক্ষে লিওনেল মেসিকে ফাউল করার অপরাধে লাল কার্ড পেয়েছিলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। আর এই অপরাধে রামোসকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। 

রামোসের মাঠ ত্যাগের পরে দশজনের রিয়ালকে ৩-২ গোলে পরাজিত করে লা লিগা টেবিলের শীর্ষে উঠে আসে বার্সেলোন। আর শেষ মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন মেসি। লাল কার্ড পেয়ে মাঠ ত্যাগের সময় রামোস তার স্প্যানিশ সতীর্থ কাতালান ডিফেন্ডার জেরার্ড পিকের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। সানটিয়াগো বার্নাব্যু থেকে বেরিয়ে যাবার সময় অবশ্য স্বাগতিক সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন রামোস। যদিও রামোসের এই লাল কার্ডের বিপক্ষে মাদ্রিদের আপিল আমলে নেয়নি স্প্যানিশ ফুটবল। 

লা লিগায় মালাগার বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ত্যাগের সময় হাততালি দেয়ার অপরাধে নেইমার এল ক্ল্যাসিকোতে নিষিদ্ধ ছিলেন। এই অপরাধে ব্রাজিলিয়ান তারকাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু রামোসের বিপক্ষে সেই ধরনের কোনো অভিযোগ আনা হয়নি। 

বিডি প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর