শিরোনাম
২৬ এপ্রিল, ২০১৭ ১৭:৫২

যে কারণে কাপিং থেরাপি নিলেন নেইমার!

অনলাইন ডেস্ক

 যে কারণে কাপিং থেরাপি নিলেন নেইমার!

সংগৃহীত ছবি

‘এল ক্লাসিকো’তে নামতে পারেননি তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারকে ছাড়াই বার্সেলোনা ৩-২ হারিয়ে দিয়েছিল রিয়ালকে। মেসি ম্যাজিকে মাত হয়েছিল ফুটবলবিশ্ব। তবে নির্বাসন কাটিয়ে মাঠে নামতে মরিয়া নেইমার।

নেইমারের চোট আঘাতও রয়েছে। নিজেকে পুরোপুরি চাঙ্গা করতে কাপিং থেরাপি করাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ছবি শেয়ার করেছেন নেইমার।


মার্কিন সাঁতারু মাইকেল ফেল্পস এই চিকিৎসা জনপ্রিয় করিয়েছেন। রিও অলিম্পিকে তাঁর পিঠে চাকা চাকা দাগ দেখে অনেকেই আঁতকে উঠেছিলেন।কিন্তু সর্বকালের সেরা অলিম্পিয়ান ফেল্পস জানান যে, তিনি কাপিং থেরাপি করান বলেই এই দাগ। এই চিকিৎসায় সারা শরীরে রক্ত সঞ্চালনের প্রবাহ বজায় রেখে দ্রুত সুস্থ করা হয়।
নেইমারও সেই পথেই হাঁটলেন৷

মালাগার বিপক্ষে দু’টি হলুদ কার্ড দেখে লাল কার্ড পেয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। এরপরেও বিষয়টি থামেনি। ড্রেসিংরুমে যাওয়ার আগে চতুর্থ রেফারিকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক হাততালিও দিয়েছিলেন ব্রাজিলের সুপারস্টার। ফলে সব মিলিয়ে নেইমারের ঘাড়ে তিন ম্যাচ নির্বাসনের খাড়া এসে পড়েছিল।

সূত্র: ডেইলি মেইল

বিডি প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর