২৬ এপ্রিল, ২০১৭ ১৮:৪৩

রাতে ইংল্যান্ড যাচ্ছে টাইগাররা

অনলাইন ডেস্ক

রাতে ইংল্যান্ড যাচ্ছে টাইগাররা

সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আজ রাতে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। রাত ১টায় এমিরেটসের বিমানে উড়াল দেবেন মাশরাফি-মুশফিকরা।

গুরুত্বপূর্ণ দু'টি সিরিজ শুরুর আগে সাসেক্সে দশ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ দল। এরপর আয়ারল্যান্ডের পথে রওনা হবে টাইগাররা। সেখানে স্বাগতিক দল ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে মাশরাফির দল। ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ইংল্যান্ডে উড়াল দেবে।

চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে তিনটি ম্যাচ। ১, ৫ ও ৯ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে ভালো করতে পারলে বাংলাদেশ সরাসরি সেমিফাইনাল খেলার সুযোগ পাবে। মূল মঞ্চে মাঠে নামার আগে বাংলাদেশ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। ম্যাচ দুটি হবে ২৭ ও ৩০ মে।

ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, শুভাশিষ রায়, শফিউল ইসলাম,  তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও নাসির হোসেন।

চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।


বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর