২৭ এপ্রিল, ২০১৭ ১২:৪২

'চ্যাম্পিয়ন ট্রফিতে শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড'

অনলাইন ডেস্ক

'চ্যাম্পিয়ন ট্রফিতে শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড'

ফাইল ছবি

দেশের মাটিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ে ইংল্যান্ড অন্যতম দাবিদার বলে মন্তব্য করেছেন দলের সেরা ব্যাটসম্যান জো রুট। নিজেদের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার প্রত্যয় ব্যক্ত করে স্কাই স্পোর্টসকে রুট বলেন, ‘কয়েক বছর ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে শিরোপা জয় করতে পারবো আমরা। এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড।’

গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব পান রুট। ভারত সফরের পরই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান অধিনায়ক অ্যালিস্টার কুক। তার জায়গায় দলের দায়িত্ব পান রুট। 

তবে ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক ইয়োইন মরগান। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মরগানের অন্যতম ভরসার প্রতীক হবেন রুট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংলিশরা। এই দু’টি সিরিজের অভিজ্ঞতা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে সহায়তা করবে বলে মনে করেন রুট, ‘গেল কয়েক বছর ওয়ানডেতে আমরা বেশ উন্নতি করেছি। তাই আমরা আগের চেয়ে অনেক বেশি ক্ষুধার্ত। আমি মনে করি, আমরা এখন এমন একটি জায়গায় রয়েছি যেখান থেকে বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে লড়াই করতে পারবো। এটি সম্ভবত শক্তিশালী দল, আমি এই দলে অর্ন্তভূক্ত আছি। এই দলের তিন বিভাগেই সেরা সব খেলোয়াড় রয়েছে এবং এটি সত্যিই উত্তেজনাপূর্ণ বিষয়। আমাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলা রয়েছে এবং আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা দেশের মাটিতে জিততে যাচ্ছি এবং আত্মবিশ্বাসও বাড়িয়ে নিতে হবে।’

বিডি প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর