২৮ এপ্রিল, ২০১৭ ১০:০৮

গোলশূন্য ড্র ম্যানচেস্টার ডার্বি

অনলাইন ডেস্ক

গোলশূন্য ড্র ম্যানচেস্টার ডার্বি

সংগৃহীত ছবি

দুর্দান্ত খেলেও ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্স ভেদ করতে পারেনি স্বাগতিক ম্যানচেস্টার সিটি। শেষদিকে মারুয়ান ফেলাইনির লাল কার্ডে দশজনেরও দলে পরিণত হলেও রক্ষণভাগ সুরক্ষিত রাখে রেড ডেভিসরা। 

ফলে বৃহস্পতিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে মৌসুমের দ্বিতীয় ‘ম্যানচেস্টার ডার্বি’ হয়েছে গোলশূন্য ড্র। এ নিয়ে লিগে টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকলো রেড ডেভিলরা। গত সেপ্টেম্বরে ইউনাইটেডের মাঠে ২-১ গোলে জিতেছিল সিটি।

১৯ সেকেন্ডের মধ্যে দুই হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফেলানি। ম্যাচে ছড়ায় বাড়তি উত্তেজনা। ট্যাকল করার পর আবারো সার্জিও আগুয়েরোর সঙ্গে দ্বন্দ্বে জড়ান বেলজিয়ান মিডফিল্ডার। মেজাজ ঠিক রাখতে পারেননি। আগুয়েরোর মাথায় গুঁতো দিয়ে বসেন। ফলে ৮৪ মিনিট থেকে দশজন নিয়ে খেলতে হয় ভিজিটরদের।

পয়েন্ট টেবিলে ম্যানসিটির পরেই রেড ডেভিলসদের অবস্থান। দু’দলের পয়েন্টের ব্যবধান মাত্র ১। ৩৩ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সিটিজেনরা। পাঁচ নম্বরে ম্যানইউ। শীর্ষস্থানধারী চেলসির সংগ্রহ ৭৮। ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আন্তোনিও কোন্তের দল চেলসি। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। এক ম্যাচ বেশি খেলা লিভারপুল ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর