২৮ এপ্রিল, ২০১৭ ১১:২১

নির্ধারিত সময়েই অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশে

অনলাইন ডেস্ক

নির্ধারিত সময়েই অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশে

নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়ায় আবার বাংলাদেশ সফরের আসার বিষয়টি নিশ্চিত করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) প্রধান ডেভিড পিভার জানিয়েছেন নির্ধারিত সময়েই অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে।

বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও এমনটি জানিয়েছেন। দুবাইয়ে সদ্য শেষ হওয়া আইসিসির পাঁচদিনের বোর্ড সভায় উপস্থিত ছিলেন তিনি। এক সাক্ষাৎকারে বিসিবির প্রধান পাপন বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান আমাকে নিশ্চিত করেছেন তারা শিডিউল অনুযায়ী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল পাঠাবে। তিনি নিজেও ওই সময়ে বাংলাদেশ সফরে আসবেন।

খুব শিগগিরই অফিসিয়ালি এ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন পাপন। কোরবানির ঈদের আগে-পরে চট্টগ্রাম ও ফতুল্লায় টেস্ট দু’টি হওয়ার কথা রয়েছে। 

এর আগে ২০১৫ সালের অক্টোবরে নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে টেস্ট সিরিজটি স্থগিত করেছিল সিএ। এমনকি বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও অংশ নেয়নি আস্ট্রেলিয়া।

বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর